পুলিশ ফাঁড়ির সেই ইনচার্জ ক্লোজড

গাজীপুরের শ্রীপুরে হাতকড়া পরিয়ে ব্যবসায়ীকে আটকের পর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুসকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাঁকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। এর আগে ঘটনা নিয়ে গতকাল কালের কণ্ঠে ‘পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ’

শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর অভিযুক্ত এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুসকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তের পর
সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।’