০৫ আগস্ট সরকার পতনের পর একটা কুচক্র মহল বাংলাদেশের ৪৬৫ টা থানা, ফাঁড়ি জ্বালিয়ে দেয়। প্রায় শতাধিক পুলিশকে হত্যা করে এবং গুরুতর জখম পাপ্ত করে। ওই রাতে পুলিশের ঊর্ধতন অফিসার বিসিএস ক্যাডার যারা আছে তারা সবাই আত্মগোপনে চলে যায় এবং পালিয়ে যায়।
পুলিশের নিম্ন পর্যায়ের কনস্টেবল সাব ইন্সপেক্টর এরা খুব বিপদে পড়ে যায়। এসব বিষয়কে কেন্দ্র করিয়া পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত কনস্টেবল সোহাইবুর রহমান প্রতিবাদ করেন এবং পুলিশের সংস্কারের দাবি উত্থাপন করেন। পুলিশ সংস্কার হলে বাংলাদেশের জনগণ তাদের আইনি অধিকার সঠিকভাবে প্রাপ্য হোতেন।
অন্তবর্তী কালীন সরকার আসার পর পুলিশের সকল ঊর্ধতন অফিসারগণ প্রায় বিএনপি পন্থী। তারা কখনো চায় না পুলিশ সংস্কার হোক এবং তারা নিম্ন পর্যায়ের অফিসারদেরকে তাদের ইচ্ছামত আইন বহির্ভূতভাবে কাজে লাগাবে।
গতকাল রাতে কনস্টেবল শুয়াইবুর রহমানকে গ্রেফতার করে এবং আজকে তাকে আদালতে উত্থাপন করে এবং দশ দিনের রিমান্ডের আবেদন করিলে আদালত ০৩ দিনের রিমান্ড মনজুর করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। বাংলাদেশের পুলিশ কখনো দুর্নীতিমুক্ত হবেনা বলিয়া আমি মনে করি।