বদলি-পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

পুলিশের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, পদোন্নতি-বদলি ঘিরে পুলিশে নতুন যে প্রভাবশালী গ্রুপ সক্রিয়, তাদের মধ্যে অন্যতম বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তিনি সর্বশেষ রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশ সুপার হিসেবে ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৮ বছর তাঁর কোনো পদোন্নতি হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। এরপর গত ২২ আগস্ট তাঁকে ডিএমপিতে পদায়ন করা হয়।

বদলি-পদোন্নতির তালিকা তৈরির ক্ষেত্রে ২৫ ব্যাচের একজন নারী কর্মকর্তাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাঁর স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৮ সালের সংসদ নির্বাচনে খুলনা অঞ্চলের একটি আসনে দলটির প্রার্থী ছিলেন। বদলি ও পদোন্নতির জন্য অনেক এই দম্পতির কাছে ধরনা দেন বলে জানা গেছে।

বদলি-পদোন্নতির তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে ওই রাজনীতিক ও ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ফারুক আহমেদের ভূমিকা বেশি। আইজিপিও এঁদের বেশি গুরুত্ব দেন বলে পুলিশের মধ্যে ব্যাপকভাবে প্রচার আছে।