বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। এতে পুলিশের গুলিতে অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া যায়।
রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এতে ঢাকা, পাবনা, বগুড়া, বরিশাল, রংপুরসহ ৯টি জেলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শত।
এরমধ্যে পাবনা ও ফেনীতে ৩ জন করে, মুন্সিগঞ্জ, রংপুর এবং বগুড়ায় ২ জন করে, ঢাকা, মাগুরা, কুমিল্লা, বরিশালে একজন করে নিহত হয়েছেন।