সদ্য পাওয়া — বাংলাদেশে চলমান গণ-অসন্তোষের নবম দিনে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১৬৭ বলে জানিয়েছে আন্দোলন কারীদের পক্ষ থেকে ।
মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে তারা বলছে বিগত দিনে নিহতদের সংখ্যা ছোটবড় হাসপাতাল থেকে আসতে শুরু করেছে। তবে এখনো সকল হাসপাতালের হিসাব পাওয়া যায়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এখন পর্যন্ত ১৬৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
এদিকে বৃহস্পতিবার করফিউর ৫ম দিনে নিহত হয়েছেন ১৯ জন। এদের মধ্যে সাত জন আগে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের আরেকটি পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকার সাইনবোর্ড ও শনির আখড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চার জন নিহত হয়েছেন।
এছাড়া প্রত্যক্ষদর্শীদের বরাতে যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচারে গুলি চালানো সহ হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপের প্রসঙ্গও প্রতিবেদনে উঠে এসেছে। এরমধ্যে যতজন লোকের মৃত্যু হয়েছে তার মধ্যে ১৩০ এর অধিক ছাত্র-ছাত্রী ছিলেন।