কুমিল্লার মডেল থানার এসআই মেহেদী হাসান মিলনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন কুমিল্লা সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো.মাজাহারুল ইসলাম। তদন্তের জন্য গতকাল রবিবার উভয় পক্ষকে কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর মেহেদী হাসানের বিরুদ্ধে চারজন ইউনিয়ন পরিষদ সদস্যসহ স্থানীয় ২০ জন লিখিত অভিযোগ দেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, ঘুষ নেওয়া এসআই মেহেদী হাসান মিলনের প্রধান ব্যবসা।
তিনি আইনের তোয়াক্কা করেন না। এক পক্ষের টাকা নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করান। তাঁর হাত থেকে উজিরপুরের শান্তিপ্রিয় মানুষদের রক্ষা ও পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করা হয় ওই আবেদনে।
অভিযোগের বিষয়ে মেহেদী হাসান মিলন বলেন, ‘একটি স্বার্থন্বেষী মহল আমাকে দিয়ে অন্যায় কাজ করাতে চায়।
আমি তাদের কথামতো অন্যায় কাজ না করাতে তারা আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেছে। এসব বিষয়ের সঙ্গে আমার সম্পর্ক নেই।’
সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ডিআইজি স্যারের নির্দেশে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ না হলে এ বিষয়ে কিছু বলা যাবে না।