কুমিল্লার পুলিশ সুপারের যত অপকর্ম

অনেকের বিরুদ্ধে মামলাও দিয়েছেন। এ ছাড়া বিরোধপূর্ণ জমি ‘চুক্তিতে’ একপক্ষকে দখল দিয়ে মোটা অঙ্কের বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

উঠতি ব্যবসায়ীদের নানা অজুহাতে গ্রেফতার করে তাদের কাছ থেকে পাঁচ থেকে ২০ লাখ পর্যন্ত টাকা নিয়ে ছেড়ে দেওয়া হতো বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

কালিয়াকৈরের যুবলীগ নেতা রফিক হত্যার পর ডিবির উৎপাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটিসহ আশপাশের এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে। তখন ১৫ দিনে প্রায় দেড়শ লোককে ডিবি আটক করে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেয়। এক ব্যক্তিকে দুই থেকে তিনবার আটক করার ঘটনাও ঘটেছে।

মোটকথা গাজীপুরে এক আতঙ্কের নাম হচ্ছে এসপি হারুনুর রশিদ। তিনি গাজীপুরে যোগদানের পর থেকে বিভিন্ন এলাকার মানুষ ডিবির নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হককে মৌখিকভাবে জানিয়েও কোনো ফল পাননি তারা। গাজীপুর থেকে কমপক্ষে পাঁচশ ব্যক্তিকে বিভিন্ন মিথ্যা অভিযোগে আটক করে ডিবি। পরে তাদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ছেড়ে দেওয়া হয়। যারা টাকা দিতে পারেননি বা দেননি তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে, আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতকে আলাদাভাবে দেখা হয়নি।